সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

ভারতের রাজস্থান রাজ্যের জয়পুরের সওয়াই মান সিং হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ জন রোগী নিহত হয়েছে। নিহতদের মাঝে দুইজন নারী ও চারজন পুরুষ রয়েছেন। পাঁচজন রোগীর অবস্থা এখনো আশঙ্কাজনক। রবিবার মধ্যরাতে হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউ ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

শর্ট সার্কিটের জন্য আগুন লাগে বলে প্রাথমিকভাবে অনুমান করা যাচ্ছে। ট্রমা সেন্টারের ইনচার্জ জানিয়েছেন, আগুনের সূত্রপাত হয়েছে শর্ট সার্কিট হতে।

আগুনের শিখা দ্রুত আইসিইউতে ছড়িয়ে পড়ে, এ সময় ধোঁয়াতে পুরো ওয়ার্ড ভরে যায়, যেটা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে। ট্রমা সেন্টারের ইনচার্জ বলেছেন, ‘আমাদের ট্রমা সেন্টারের দুইতলায় দুইটি আইসিইউ আছে। একটি ট্রমা আইসিইউ ও অপরটি সেমি-আইসিইউ। সেই সময় সেখানে মোট ২৪ জন রোগী ভর্তি ছিলেন, তাদের মাঝে ১১ জন ট্রমা আইসিইউতেই ছিলেন।’

আগুনের ঘটনার পরে ট্রমা সেন্টারে থাকা অন্যান্য রোগীদের অতিদ্রুত অন্য জায়গায় স্থানান্তরিত করা হয়। অগ্নিকাণ্ডের কারণ জানার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর