দীর্ঘ দুই যুগের ও বেশি হজ্বের খতিব সৌদির গ্র্যান্ড মুফতির ইন্তেকাল
Sauce internet
সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও সিনিয়র স্কলারস কাউন্সিলের চেয়ারম্যান শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আলে শেখ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। তিনি টানা ৩৪ বছর পবিত্র হজের খুতবা দিয়েছিলেন এবং ২৬ বছর দেশটির গ্র্যান্ড মুফতির দায়িত্ব পালন করেছেন।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে ৮২ বছর বয়সে তার ইন্তেকাল হয়েছে। বিকালে আসর নামাজের পর রিয়াদের ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। এক বিবৃতিতে সৌদির রাজকীয় আদালত এ তথ্য জানিয়েছে। সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববীসহ দেশটির সব মসজিদে তার গায়েবানা নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন। গ্র্যান্ড মুফতির মৃত্যুতে শোক জানিয়ে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মুহাম্মদ বিন সালমান রাজকীয় আদালতের বিবৃতিতে বলেছেন, ‘আলে-শেখের মৃত্যুতে সৌদি আরব ও মুসলিম বিশ্ব একজন বিশিষ্ট আলেমকে হারাল। তিনি ইসলাম ও মুসলিমদের সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন।