কী হচ্ছে সুদানে
সুদানে অনেকদিন যাবত চলতে থাকা গৃহযুদ্ধ হঠাৎ করেই এক ভয়াবহ রূপ ধারণ করেছে। সাম্প্রতিক একটি হাসপাতালে সশস্ত্র গোষ্ঠীর হামলাতে চার শতাধিক মানুষের মৃত্যুর পরে বিশ্বজুড়ে আলোচনা শুরু হয়ে যায় দেশটির পরিস্থিতি সম্পর্কে।
গত সপ্তাহে আধা-সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) শহরটি দখল করার সময় অন্তত ১ হাজার ৫০০ মানুষকে হত্যা করেন। নিহতদের মাঝে শুধুমাত্র একটি হাসপাতালেই ছিল অন্তত ৪৬০ জন।
২০২৩ সালের এপ্রিল মাসে সুদান এক ভয়াবহ গৃহযুদ্ধের মাঝে পড়ে। ক্ষমতার নিয়ন্ত্রণ নেয়ার জন্য দেশটির সামরিক বাহিনী ও শক্তিশালী আধা সামরিক গোষ্ঠী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মাঝে শুরু হওয়া প্রবল লড়াই হতে এই গৃহযুদ্ধ শুরু হয়েছে। এযুদ্ধে পশ্চিম দারফুর অঞ্চলে দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছে ও সেখানে গণহত্যা সংঘটিত হওয়ার অভিযোগও উঠেছে।
এই সংঘাতে এখন অব্দি সারা দেশে দেড় লাখেরও অধিক মানুষ মারা গেছেন ও প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন। জাতিসংঘ এইটিকে বিশ্বের বৃহত্তম মানবিক সংকট বলে আখ্যায়িত করেছে।
সাম্প্রতিক আরএসএফ এল-ফাশের শহর দখল করার পরে হতে এর বাসিন্দাদের নিয়ে বড় ধরনের উদ্বেগ তৈরি হয়। জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, দারফুরে ত্রাণ কার্যক্রম জোরদারের জন্য সেন্ট্রাল ইমার্জেন্সি রেসপন্স ফান্ড হতে প্রায় ২০ মিলিয়ন ডলার সহায়তা অনুমোদন করা হয়েছে। তিনি আরও বলেছেন, ৪৫০ জনেরও অধিক রোগী, স্বাস্থ্যকর্মী ও বেসামরিক নাগরিককে হত্যার ঘটনাতে তারা গভীরভাবে উদ্বিগ্ন।
স্বাধীনতার বার্তা / মেবি
