সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ ভিডিওচিত্র ২

লেবাননের হিজবুল্লাহ নেতা ঘোষণা করেছেন, তারা কখনো অস্ত্র সমর্পণ করবেন না। ইসরাইলের বিমান হামলায় নিহত তৎকালীন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর প্রথম মৃত্যুবার্ষিকীতে এ ঘোষণা দেওয়া হয়।

বৈরুতে নাসরুল্লাহর কবরস্থানে একত্রিত হাজার হাজার সমর্থকের উদ্দেশে ভাষণ দেন নাইম কাসেম। এই সময় তিনি হিজবুল্লাহর সামরিক সক্ষমতা বজায় রাখার ঘোষণাও দেন। ইসরাইলের সাথে সদ্য যুদ্ধের কারণে তারা কিছুটা দুর্বল হয়ে পড়েছেন বলে ধারণা করা যায়।

তিনি আরও বলেন, ‘আমরা কখনোই আমাদের অস্ত্র ত্যাগ করতে রাজী না। ইসরাইলকে সাহায্য করে এমন যেকোনো পরিকল্পনার মুখোমুখি হবে হিজবুল্লাহ।’

তার এরকম মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন নতুন লেবানন সরকার জনসমক্ষে ইরান-সমর্থিত এই গোষ্ঠীকে নিরস্ত্র করার প্রতিশ্রুতি করেছে।

বৈরুতের উপকূলে নাসরুল্লাহ এবং তার উত্তরাধিকারী হাসেম সাফিউদ্দিনের ছবি প্রজেক্টরে দেখানো হয়। যদিও প্রধানমন্ত্রী নওয়াফ সালাম এ ধরনের উপস্থাপন বর্জিত করেছিলেন।

গত বছরের ২৭ সেপ্টেম্বর হাসান নাসরুল্লাহ বৈরুতের দক্ষিণাঞ্চলে একটি হিজবুল্লাহ কমপ্লেক্সে ইসরাইলের বাংকার-ব্লাস্টার বোমা হামলায় নিহত হন। তিনি সংগঠনটির নেতৃত্বে ছিলেন প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর