হিমালয়ে তুষারধস
নেপালের হিমালয়ের একটি পর্বতচূড়াতে তুষারধসে কমপক্ষে তিনজন পর্বতারোহী নিহত হয়েছে ও আটজন এখনও নিখোঁজ আছে বলে সোমবার দেশটির পুলিশ জানায়। নিহতদের মাঝে একজন বিদেশি নাগরিকও রয়েছে।
পুলিশ কর্মকর্তা জ্ঞান কুমার মহাতো বলেছেন, রাজধানী কাঠমান্ডুর উত্তর-পূর্বে অবস্থিত দোলাখা জেলার ইয়ালুং রি হিমাল পর্বতশৃঙ্গে এ দুর্ঘটনাটি ঘটেছে। নিখোঁজদের মাঝে পাঁচজন বিদেশি নাগরিক আছে। কিন্ত নিহত ও নিখোঁজ বিদেশিদের জাতীয়তা তাৎক্ষণিকভাবে এখনো নিশ্চিত করা যায়নি।
তিনি আরও বলেন, আহত চারজন পর্বতারোহীকে নিকট একটি গ্রামে সরিয়ে নেওয়া হয়েছে, আর নিখোঁজদের সন্ধানে হেলিকপ্টার সহ উদ্ধার অভিযান চলমান।
মহাতো বলেছেন, “আমরা সেনাবাহিনী ও পুলিশের স্থল উদ্ধারদলকেও পাঠিয়েছি ও পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি।”
স্বাধীনতার বার্তা / মেবি
