হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহত
লেবাননে ইসরাইলের বিমান হামলাতে হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার হাইতাম আলি নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যার দিকে একটি বিবৃতিতে এইকথা নিশ্চিত করেছে হিজবুল্লাহ। লেবাননের রাজধানী বৈরুতে ইসরাইলি বিমান হামলার ঘটনাতে নিহত হন তিনি। এই বিমান হামলার কথা স্বীকার করেছে ইসরাইলি বাহিনী।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হামলার ঘটনায় পাঁচজন নিহত ও আরও ২৮ জন আহত হন। এর মাঝে আলি তাবাতাবাইও ছিলেন।
২০২৪ সালের নভেম্বর মাসে দুই দেশের মাঝে যুদ্ধবিরতি শুরু হওয়ার পরে হতে তাবাতাবাই হলেন ইসরাইলের হাতে নিহত হওয়া হিজবুল্লাহর সবচেয়ে জ্যেষ্ঠ কমান্ডার।
লেবাননের সরকারি জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) বলে, বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে ঘনবসতিপূর্ণ এলাকাতে হামলা চালিয়েছে ইসরাইল। এতে করে বহু ক্ষয়ক্ষতি হয়।
ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় জানায়, তিনি নিজেই এ হামলার নির্দেশ দিয়েছেন। ইসরাইল ও হিজবুল্লাহর মাঝে এক বছর যাবত যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও লেবাননে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে তেলআবিব।
স্বাধীনতার বার্তা / মেবি
