সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

হিজাব খুলতে বাধ্য হওয়ার জন্য স্কুলে আর পড়তেই চাচ্ছে না ভারতের এক স্কুল ছাত্রী। ভারতের পল্লুরুথির সেন্ট রিটা’স পাবলিক স্কুল কর্তৃপক্ষের দাবি, হিজাব তাদের ‘ড্রেস কোড’-এর বিরোধিতা করে। যার কারণে ছাত্রীটিকে হিজাব খুলতে নির্দেশ দেওয়া হয়েছে।

ভুক্তভোগী ছাত্রী বলেন, এস্কুলে আমাকে হিজাব পরতে দিচ্ছে না। তারা আমাকে শ্রেণিকক্ষের প্রবেশপথে দাঁড় করিয়ে হিজাব খুলতে বলেছে, শিক্ষকরা খারাপ আচরণ করেছেন। আমি এখানে আর পড়ব না।

এই ঘটনায় অভিভাবকদের সাথে কর্তৃপক্ষের বিবাদ শুরু হয় ও পরে অভিভাবক-শিক্ষক সমিতিও পরে এতে জড়িয়ে পড়ে।

পিটিএ সভাপতি জোশি কাইথাভালাপিল এনডিটিভির নিকট দাবি করেন, হিজাব পরিহিত এক ছাত্রী খ্রিস্টান-পরিচালিত একটি শিক্ষা প্রতিষ্ঠানের উপর পরিকল্পিত আক্রমণের সূচনা করে।

তিনি দাবি করেন, এই ছাত্রীর বাবা-মা সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অব ইন্ডিয়ার (এসডিপিআই) সমর্থক– এটি এমন একটি রাজনৈতিক দল যাদের ইসলামপন্থি হিসেবে দেখা হয় ও বর্তমানে ‘নিষিদ্ধ’ পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়ার সঙ্গে যুক্ত।

কাইথাভালাপিল বলেন, ‘এসডিপিআই কর্মীরা এর পেছনে রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ৭ অক্টোবর এই ছাত্রীকে প্রথমবারের মতো হিজাব পরা অবস্থায় থামানোর পরে বিতর্কটি প্রবল আকার ধারণ করে। ৩ দিন পরে তাকে ফের থামানো হয়। এরপরই তার বাবা ও আরও কয়েকজন স্কুল কর্তৃপক্ষের সাথে বিবাদে জড়ায়।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর