জ্যামাইকার পরে এবার কিউবার দিকে ধেয়ে যাচ্ছে হারিকেন মেলিসা
জ্যামাইকাতে আঘাত হানার পরে এখন কিউবার দিকে ধেয়ে আসছে শক্তিশালী হারিকেন মেলিসা। আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ মানুষকে। ক্যাটাগিরি-৫ হতে মেলিসা এখন ক্যাটাগরি-৪ পর্যায়ে নেমে এসেছে বলে জানা যায়।
মার্কিন জাতীয় হারিকেন সেন্টার মঙ্গলবার জানিয়েছে, মেলিসা মন্টেগো উপসাগর হতে ৬২ কিলোমিটার দক্ষিণে জ্যামাইকার নিউ হোপ শহরের নিকট স্থলভাগে আঘাত হানে। যেটির সর্বোচ্চ বেগ ছিল ঘণ্টায় প্রায় ২৯৫ কিলোমিটার।
বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) এইটিকে ‘শতাব্দীর সবচেয়ে শক্তিশালী ঝড়’ বলে আখ্যায়িত করেছে। জ্যামাইকা, হাইতি ও ডমিনিকান প্রজাতন্ত্রে প্রবল বৃষ্টি ও বন্যাতে এখন অব্দি সাতজনের মৃত্যু হয়েছে। এর মাঝে জ্যামাইকা ও হাইতিতে তিনজন করে ও ডমিনিকান প্রজাতন্ত্রে একজন মারা যান। ওই দেশটিতে এখনো আরও একজন নিখোঁজ আছেন।
মার্কিন হারিকেন কেন্দ্র সতর্ক করে জানিয়েছে যে, উত্তর-পশ্চিম জ্যামাইকাতে এখনও বেশ শক্তিশালী ঝড় বইছে। এইটি অত্যন্ত বিপজ্জনক ও প্রাণঘাতী পরিস্থিতি সৃষ্টি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এর পূর্বে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ সতর্ক করে জানিয়েছেন, জ্যামাইকার অন্তত ১৫ লাখ মানুষ হারিকেন মেলিসার প্রভাবে বেশ ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে পারে।
স্থানীয় কর্মকর্তারা বলেছেন, দ্বীপের দ্বিতীয় বৃহত্তম শহর সান্তিয়াগোসহ উপকূলীয় অঞ্চল হতে অন্তত ছয় লাখ মানুষকে সরিয়ে নেয়ার কাজ চলমান আছে। পূর্ব কিউবার হলগুইন প্রদেশের কর্তৃপক্ষ দুই লাখেরও অধিক মানুষকে সরিয়ে নেবে। পূর্বাঞ্চলীয় শহর বানেস হতেও প্রায় দুই লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার কাজ চলমান আছে।
স্বাধীনতার বার্তা / মেবি
