সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ ভিডিওচিত্র ২

ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন এলাকায় শত শত ড্রোন এবং মিসাইল ব্যবহার করে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। ২৮এ সেপ্টেম্বর রবিবার সংঘটিত এই হামলায় নূন্যতম চারজন নিহত এবং কয়েকজন মানুষ আহত হয়েছেন বলে ধারণা করা হয়।   

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, টানা ১২ ঘণ্টারও বেশি সময় ধরে এই হামলা চলমান ছিল। এতে একটি কার্ডিওলজি ক্লিনিক, একাধিক কারখানা এবং আবাসিক ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি। 

ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, রাশিয়া মোট ৫৯৫টি ড্রোন ও ৪৮টি মিসাইল দিয়ে হামলা করে। ইউক্রেনের বিমান বাহিনী কমপক্ষে ৫৬৮টি ড্রোন ও ৪৩টি মিসাইল ধ্বংসপ্রাপ্ত করতে সক্ষম হয়েছে। সেনাবাহিনী বলেছেন, হামলার মূল উদ্দেশ্য ছিল রাজধানী কিয়েভ।

ভোরে বিস্ফোরণের শব্দ, আকাশে ড্রোন ও বিমান প্রতিরক্ষার ঘোষণায় কেঁপে ওঠে কিয়েভ। হামলার সাত ঘণ্টা পর স্থানীয় সময় সকাল ৯টা ১৩ মিনিটে বিমান হামলার সতর্কতা তুলে নেওয়া হয় বলেও জানিয়েছেন তিনি। পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হওয়ার পর হতে কিয়েভে এটিই অন্যতম সবচেয়ে দীর্ঘস্থায়ী হামলা ছিল।

জরুরি সেবাদানকারী সংস্থা জানিয়েছেন, দেশজুড়ে কমপক্ষে চারজন নিহত ও ৬৭ জন আহত হয়েছেন। কিয়েভ সামরিক প্রশাসনের প্রধান জানিয়েছেন, নিহতদের মধ্যে ১২ বছরের একটি শিশুও রয়েছে।

জেলেনস্কি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি রাশিয়ার জ্বালানি আয় বন্ধের শক্ত পদক্ষেপ নিতে আহ্বান জানান তিনি। জেলেনস্কি বলেছেন, মার্কিন প্রেসিডেন্টকে এখনো মস্কোর বিরুদ্ধে কড়া নিষেধাজ্ঞা জারিতে রাজি করানো যায়নি।

জেলেনস্কি লিখেছেন, সিদ্ধান্তমূলক পদক্ষেপ গ্রহণ করার সময় অনেক আগেই পেরিয়ে গেছে। আমরা যুক্তরাষ্ট্র, ইউরোপ, জি৭ ও জি২০-এর শক্তিশালী প্রতিক্রিয়ার আশা করি।

রবিবারের এই হামলার সময় প্রতিবেশী পোল্যান্ডও আকাশপথ বন্ধ করে দেয় এবং বিমান বাহিনীকে সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেয়। দক্ষিণ-পূর্বাঞ্চলের দুটি শহরের আকাশসীমায় বিমান চলাচল ততক্ষণ পর্যন্ত বন্ধ রাখা হয়, যতক্ষণ না বিপদ কেটে যায়।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর