ফিলিস্তিন স্বাধীন না হওয়া অব্দি প্রতিরোধ অব্যাহত থাকবে: হামাস
ইসরায়েলি হামলা ও দখলদারি সমাপ্তি এবং ফিলিস্তিন একটি স্বাধীন ও সম্পূর্ণ সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত প্রতিরোধ অব্যাহত থাকবে বলে জানিয়েছে হামাস।
বৃহস্পতিবার (৩১ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার মাধ্যমে হামাসের এ ঘোষণা জানা যায়। গত মঙ্গলবার জাতিসংঘের সদর দপ্তর থেকে অস্ত্র সমর্পণের ঘোষণাপত্রের প্রতিবাদে এ কথা জানিয়েছে তারা।
গত মঙ্গলবার জাতিসংঘের সদর দপ্তর থেকে দেওয়া ঘোষণায় বলা হয়েছিল, গাজায় যুদ্ধ বন্ধ করতে হামাস শাসনের অবসান ঘটাতে হবে এবং আন্তর্জাতিকভাবে ফিলিস্তিন কতৃপক্ষের কাছে অস্ত্র সমর্পণ করতে হবে। স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যের সঙ্গে এটি সামঞ্জস্যপূর্ণ।
‘দ্য নিউইয়র্ক’ ঘোষণাপত্র হিসেবে পরিচিতি পেয়েছে এই ঘোষণাপত্র।