সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

আরও জিম্মি ও বন্দিদের লাশ বিনিময় করেছে হামাস ও ইসরাইলি কর্তৃপক্ষ। কিন্ত হামাস বলেছে, মিশরের সাথে গুরুত্বপূর্ণ রাফাহ সীমান্ত ক্রসিং ফের চালু করতে অস্বীকৃতি ও গাজায় হামলা চলমান রেখে ইসরাইল যুদ্ধবিরতি চুক্তি অমান্য করেছে।

মঙ্গলবার গভীর রাতে আরও দুজন ইসরাইলি বন্দির লাশ ইসরাইলে ফেরত পাঠানো হয়। এদের মাঝে একজন সেনা ও অপরজন সাধারণ নাগরিক।

তাদের লাশ শনাক্ত করার পরে নাম-পরিচয় প্রকাশ করেছে ইসরাইল। এরা হলো, আরিয়েহ জালমানোভিচ (৮৫) ও সেনাবাহিনীর মাস্টার সার্জেন্ট তামির আদার (৩৮)।

আন্তর্জাতিক রেড ক্রস কমিটির গাজায় ইসরাইলি বন্দিদের লাশ গ্রহণ করে ইসরাইলের নিকট হস্তান্তর করেছে।

ইসরাইলের সাথে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে হামাস সর্বমোট ১৫ জন বন্দির লাশ হস্তান্তর করেছে।

আনুমানিক আরও ১৩ টি লাশ ইসরাইলে ফেরত পাঠানো হবে। কিন্ত হামাস বলেছে, গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞ ও গাজার কিছু অংশে ইসরাইলি সেনাবাহিনীর চলমান নিয়ন্ত্রণ লাশ উদ্ধারের গতি অনেক কমিয়ে দিয়েছে।

যুদ্ধবিরতির শুরুতে একদিনে ফিলিস্তিনি গোষ্ঠী প্রায় ২০ জন জীবিত বন্দিকে মুক্তি দিয়েছে।

এছাড়াও মঙ্গলবার ইসরাইলি আটক অবস্থায় ১৫ ফিলিস্তিনির লাশ গাজায় ফিরিয়ে আনা হয়। সেসব লাশ শনাক্তের জন্য নাসের মেডিকেল কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।

যুদ্ধবিরতি চুক্তির অধীনে, ইসরাইল অন্তত দুই হাজার জীবিত ফিলিস্তিনি জিম্মিদের মুক্তি দিয়েছে। আরও প্রায় ৩৬০ জনের লাশ ফেরত দেয়ার প্রতিশ্রুতি আছে বলে জানা যায়।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর