ইরান-ইসরায়েল উত্তেজনায় ব্যাহত ট্রাম্পের G7 সম্মেলন সফর
কানাডায় অনুষ্ঠিত গ্রুপ অব সেভেন (G7) শীর্ষ সম্মেলনে যোগদান সংক্ষিপ্ত করে ওয়াশিংটনে ফিরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
হোয়াইট হাউসের সূত্র অনুযায়ী, ট্রাম্প ওয়াশিংটনে ফিরে জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে জরুরি বৈঠকে বসবেন। যদিও মার্কিন কর্মকর্তারা জোর দিয়ে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে অংশ নিচ্ছে না।
এদিকে ট্রাম্প “সকলকে” ইরানের রাজধানী তেহরান দ্রুত খালি করার আহ্বান জানানোর পর শহরজুড়ে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। যদিও তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের সূত্র ও ক্ষয়ক্ষতির ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।
ইসরায়েলের বিভিন্ন শহরে গত কয়েক ঘণ্টায় একাধিকবার সতর্কতা সংকেত (সাইরেন) বেজে উঠেছে। এখনো পর্যন্ত বড় ধরনের কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
G7 সম্মেলনের অন্য নেতারা চলমান সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তবে বৈঠকে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ইউক্রেনে রাশিয়ার চলমান আগ্রাসন এবং মধ্যপ্রাচ্যের এই নতুন উত্তেজনা।
BBC NEWS