নেতানিয়াহুর বিরুদ্ধে তুরস্কের গ্রেপ্তারি পরোয়ানা জারি
গাজাতে গণহত্যা চালানোর অভিযোগে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক।
গতকাল (৭ নভেম্বর) ইস্তানবুলের প্রসিকিউটর অফিস একটি বিবৃতিতে জানিয়েছে, তালিকাভুক্ত ৩৭ জন সন্দেহভাজনের মাঝে আছেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ, জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির ও সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির।
ইসরাইলি কর্মকর্তাদের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনে তুরস্ক, যেটি গাজাতে ২০২৩ সালের অক্টোবর হতে পরিকল্পিতভাবে চালিয়েছে তেল আবিব।
এই বিবৃতিতে বলা হয়, ‘২০২৩ সালের ১৭ অক্টোবর আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতালে হামলাতে ৫০০ জন নিহত হয়েছিলেন; ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি ইসরাইলি সেনারা ইচ্ছাকৃতভাবে সকল চিকিৎসা সরঞ্জাম ধ্বংস করে দেয়। এছাড়াও গাজা অবরোধ করা হয়েছে ও ভুক্তভোগীদের নিকট মানবিক সাহায্য পৌঁছাতে দেয়া হয়নি।’
ইসরাইল এই পদক্ষেপকে ‘জনসংযোগের কৌশল’ বলে আখ্যা দিয়ে নিন্দা জানান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেছেন, অত্যাচারী তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সর্বশেষ জনসংযোগ কৌশল ঘৃণার সাথে প্রত্যাখ্যান করছেন।
স্বাধীনতার বার্তা / মেবি
