গ্রিস উপকূলে নৌকাডুবি, নিহত ৪
গ্রিসের লেসবোস দ্বীপের উপকূলে অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে কমপক্ষে চার জনের মৃত্যু হয়েছে। নৌকাটিতে ছিল মোট ৩৮ জন অভিবাসী।
মঙ্গলবার (৭ই অক্টোবর) দেশটির উপকূলরক্ষী বাহিনী এই তথ্য নিশ্চিত করেছে। উপকূলরক্ষী বাহিনীর এক মুখপাত্র বলেন, এখন পর্যন্ত ৩৪ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে ও নিহত চার জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের কাজ
চলমান আছে। এখন পর্যন্ত কারো খোঁজ পাওয়া যায়নি।
গ্রিসের সংবাদ সংস্থা এএনএ জানিয়েছে, প্রবল বাতাসে কমপক্ষে ১.৫ মিটার উঁচু ঢেউ উঠলে নৌকাটি উপকূলের নিকটে আছড়ে পড়ে ও ডুবে যায়। উদ্ধার হওয়া অধিকাংশই ছিল আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক।
এই এলাকাটি অভিবাসন প্রত্যাশীদের জন্য একটি ঝুঁকিপূর্ণ রুট হিসেবে পরিচিত। অধিকাংশ সময়ই এই পথে নৌকাডুবি ও প্রাণহানির ঘটনা ঘটে থাকে।
স্বাধীনতার বার্তা / মেবি
