সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ ভিডিওচিত্র ২

যুক্তরাষ্ট্রের মিশিগান প্রদেশে একটি গির্জায় ভয়াবহ বন্দুক হামলা এবং অগ্নিসংযোগে নূন্যতম পাঁচজন নিহত এবং আটজন আহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার সকালে গ্র্যান্ড ব্ল্যাংক টাউনশিপে ‘চার্চ অব জিসাস ক্রাইস্ট অব ল্যাটার-ডে সেইন্টসে’ ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন এ হামলা চালানো হয় বলে জানা যায়।

কর্তৃপক্ষ জানায়, হামলাকারী গাড়ি চালিয়ে গির্জার সামনের অংশ ভেঙে ভিতরে প্রবেশ করে। এরপর গির্জায় প্রার্থনাকারীদের উদ্দেশ্য করে নির্বিচারে গুলি চালায় হামলাকারী। পরে ভবনটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং ঘন ধোঁয়ায় গোটা এলাকা প্রভাবিত হয়ে যায়।

পরে পুলিশের সাথে গুলি বিনিময়ে হামলাকারী নিহত হয়েছেন বলে জানা যায়। ৪০ বছর বয়সী এই হামলাকারীর নাম হচ্ছে থমাস জেকব স্যানফোর্ড। তিনি মিশিগানের বার্টন শহরের একজন বাসিন্দা।

কিন্ত হামলার কারণ সম্পর্কে এখনো অব্দি নিশ্চিত হওয়া যায়নি। এই ঘটনার তদন্ত করছে এফবিআই।

তদন্ত কর্মকর্তারা বলেছেন, ঘটনাস্থলে সন্দেহপূর্ণ কিছু বিস্ফোরকও উদ্ধার করা হয়েছে, কিন্ত সেগুলো দিয়ে আগুন লাগানো হয়েছিল কি না তা এখনো নিশ্চিত করা যায়নি।

এই ঘটনার পরে পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে এবং সাধারণ মানুষকে ঘটনাস্থল হতে দূরে থাকার নির্দেশ দেয়। স্থানীয়দের ধারণ করা ভিডিওতে দেখা যায় যে গির্জা ভবন হতে দাউ দাউ করে আগুন ও ঘন ধোঁয়া বের হচ্ছে।

বন্দুকধারীকে নিস্তেজ করার পর পুলিশ নিশ্চিত করেছে যে এখন আর জনসাধারণের জন্য কোনো তাৎক্ষণাৎ হুমকির আশংকা নেই।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর