ঘানাতে সেনা নিয়োগ অনুষ্ঠানে পদদলিত হয়ে ছয়জন নিহত
ঘানার রাজধানী আক্রাতে সেনাবাহিনীর নিয়োগ কার্যক্রম চলাকালীন মানুষের ভিড়ের চাপে পদদলিত হয়ে প্রায় ছয়জন নিহত হয়েছে। গতকাল বুধবার সকালে এ দুর্ঘটনাটি ঘটেছে বলে দেশটির সেনাবাহিনী জানায়।
ঘানার সশস্ত্র বাহিনী একটি বিবৃতিতে জানায়, “দুঃখজনক এই ঘটনাতে অন্তত ছয়জন সম্ভাব্য নিয়োগপ্রার্থী প্রাণ হয়েছেন ও আরও অনেকে আহত হয়েছেন।” আক্রা হতে বার্তা সংস্থা এএফপি এই খবর জানায়।
ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, সকাল আনুমানিক ৬টা ২০ মিনিটে এল-ওয়াক স্পোর্টস স্টেডিয়ামের ফটকে বিপুল সংখ্যক প্রার্থী নিরাপত্তা বিধি অমান্য করে ভেতরে ঢোকার চেষ্টা করলে তখন হুড়োহুড়ির সৃষ্টি হয় ও এই ঘটনাটি ঘটে।
স্বাধীনতার বার্তা / মেবি
