জেন-জি বিক্ষোভে সরকারের পতন
আফ্রিকার দেশ মাদাগাস্কারে বিদ্যুৎ ও পানি সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ রক্তক্ষয়ী রূপে পরিণত হয়। এরপর অবশেষে দেশটির প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা তাঁর সরকার ভেঙে দিতে বাধ্য হয়।
গত সপ্তাহে শুরু হওয়া এই বিক্ষোভ সোমবার পর্যন্ত চলমান ছিল। জাতিসংঘের হিসাব অনুযায়ী, বিগত কয়েক দিনে বিক্ষোভ সহিংসতার ঘটনায় নূন্যতম ২২ জন নিহত হয়েছেন ও আহত হয়েছেন আরও ১০০ জনের বেশি। বিক্ষোভকারীদের একটা বড় অংশই ছিল তরুণ। মাদাগাস্কারের রাজধানী আন্তানানারিভোয় জীবনযাপনের মান ধীরে ধীরে অবনতির দিকে যাওয়ায় সরকারবিরোধী এই বিক্ষোভ শুরু হয়।
বিবিসির খবরে বলা হচ্ছে, ‘জেন-জি’ প্রজন্মের তরুণদের বিক্ষোভ এটি। গত বৃহস্পতিবার হতে মাদাগাস্কারের বিভিন্ন শহরে হাজারো তরুণ-তরুণী রাস্তায় নেমে আসে। তাদের স্লোগান ছিল– ‘আমরা বাঁচতে চাই, শুধু টিকে থাকার জন্য নয়’।
বিক্ষোভের আয়োজকরা আরও বলেছেন, তারা কেনিয়া, নেপাল ও মরক্কোর তরুণ নেতৃত্বাধীন আন্দোলন হতে অনুপ্রেরণা নিয়েছেন। আন্তানানারিভোর বিক্ষোভকারীরা এমন একটি পতাকা উঁচিয়ে ধরেছিলেন যা সেপ্টেম্বর মাসের শুরুতে নেপালে প্রথম ব্যবহার করা হয়েছিল। নেপালে এই বিক্ষোভকে কেন্দ্র করে দেশটির প্রধানমন্ত্রীকে পদত্যাগ করানো হয়েছে।