ইসরাইলি হামলায় গাজায় একই পরিবারের ২৫ জন নিহত
অনবরত বোমা বর্ষণ এবং স্থল অভিযানে গাজা সিটি এখন ধ্বংসস্তুপে পরিণত হয়েছে । রবিবার ইসরাইলি হামলায় অবরুদ্ধ গাজা সিটির সাবরা এলাকার একই পরিবারের কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন --খবর আল জাজিরার।
রবিবার ভোরে ইসরাইলি যুদ্ধবিমান সাবরা এলাকার কয়েকটি বাড়িতে বোমা হামলা চালায়। এখন পর্যন্ত প্রায় ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। স্থানীয় মানুষ ও উদ্ধারকর্মীরা খালি হাতে মাটি খুঁড়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। ধ্বংসস্তূপের নিচে হয়তো আরও ৫০ জন পর্যন্ত আটকা রয়েছেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
নিচে আটকা পড়া মানুষদের উদ্ধারে সাহায্যের জন্য আবেদন জানানো হয়েছে।
একজন বলেছেন, ‘আমি পুরো বিশ্বের কাছে সাহায্যের জন্য আবেদন করছি। দয়া করে সাহায্যের হাত বাড়িয়ে দিন।ধ্বংসস্তূপের নিচে আমাদের আত্মীয়স্বজনদের জীবন্ত চাপা দেয়া হয়েছে, তাদের চিৎকার আমরা শুনতে পাচ্ছি, কিন্তু তাদের কাছে পৌঁছাতে পারছি না।’
তিনি আরও বলেন,ইসরাইল উদ্ধারকর্মীদের ওপর ড্রোন হামলা চালাচ্ছে । যখনই আমরা তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি তখনই আমাদের ওপর হামলা চালায়।’