গাজাতে কতজন মানুষের জরুরি চিকিৎসা প্রয়োজন জানালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা
যুদ্ধবিধ্বস্ত গাজাতে ১৬,৫০০-এর অধিক ফিলিস্তিনি বর্তমানে জরুরি চিকিৎসা সেবার প্রয়োজনীয়তাতে ভুগছেন বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ডা. টেড্রোস আধানম গেব্রেয়েসুস। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানায়, যেন তারা অতিদ্রুত এইসব রোগীকে চিকিৎসার জন্য গ্রহণ করেন।
ডা. টেড্রোস বলেছেন, “আমরা আরও দেশকে আহ্বান জানাচ্ছি গাজা হতে রোগীদের গ্রহণ করার জন্য, কারণ এখনও প্রায় ১৬,৫০০ জনেরও অধিক মানুষের জরুরি চিকিৎসা প্রয়োজন, যেটি গাজার ভেতরে পাওয়া সম্ভব নয়।”
তিনি আরও বলেছেন, রোগী স্থানান্তরের জন্য সকল ধরনের পথ—বিশেষ করে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম হতে যাওয়া রাস্তাগুলো—খোলা রাখা অত্যন্ত প্রয়োজন।
ডা. টেড্রোস জানিয়েছেন, সাম্প্রতিক ডব্লিউএইচও গাজা হতে ১৯ জন গুরুতর অসুস্থ রোগী ও তাদের সাথে থাকা ৯৩ জন সঙ্গীকে চিকিৎসার উদ্দেশ্যে ইতালিতে স্থানান্তর করেছে। তিনি এই উদ্যোগটিতে সহায়তার জন্য ইতালি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
স্বাধীনতার বার্তা / মেবি
