সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) জানায়, অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাতে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পরে হতে গাজায় অন্তত ৬৭ জন ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। শুক্রবার জেনেভায় একটি সংবাদ সম্মেলনে ইউনিসেফের মুখপাত্র রিকার্ডো পাইরেস এই কথা জানান।

তিনি বলেছেন, নিহতদের মাঝে বৃহস্পতিবার দক্ষিণ গাজার খান ইউনিসের একটি বাড়িতে ইসরাইলি বিমান হামলাতে নিহত এক শিশু কন্যাও আছে।

এর মাঝে আরও সাতটি শিশুও আছে যারা একদিন পূর্বে নিহত হয়েছিল। গাজায় ইসরাইলের একের পর এক হামলাতে মারা যায় তারা।

পাইরেস বলেছেন, ‘এরা সকলে নিহত হয়েছে যুদ্ধবিরতির পরে। এই বিষয়টি বেশ বিস্ময়কর।’

তিনি বলেছেন, ‘যেমনটি আমরা বহুবার বলেছি, এই গুলো শুধুমাত্র পরিসংখ্যান নয়: বরং প্রতিটি শিশু ছিল একটি পরিবার, একটি স্বপ্ন, একটি জীবন, হঠাৎ করে অব্যাহত সহিংসতার জন্য সব ধূলিসাৎ হয়ে যায়।’

গাজায় ইসরাইলি বোমাবর্ষণের জন্য ফিলিস্তিনি শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। গত মাসে ইউনিসেফের হিসাব অনুসারে, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পরে হতে ইসরাইলি হামলায় মোট ৬৪ হাজার শিশু হতাহত হয়েছে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর