গাজা গণহত্যায় নিহতের সংখ্যা ৬৬ হাজার ছাড়াল
গাজায় চলমান ইসরায়েলি বাহিনীর গণহত্যা যুদ্ধে নিহত ফিলিস্তিনির সংখ্যা ৬৬ হাজার ছাড়িয়ে গেছে। ২৮এ সেপ্টেম্বর সর্বশেষ বক্তব্যে স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় ধ্বংসস্তূপ হতে উদ্ধারকৃত দুটি লাশসহ মোট ৭৯ জন ফিলিস্তিনিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। একই সময় ৩৭৯ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। এর ফলস্বরূপ ইসরায়েলি আক্রমণে আহতের সংখ্য ১ লাখ ৬৮ হাজার ১৬২ জনে এসে দাঁড়িয়েছে। এখনো অনেক ভুক্তভোগী ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় আটকা পড়ে আছেন বলে ধারণা করা যায়। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে ব্যর্থ হচ্ছেন।
গাজার এক মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তার জন্য জড়ো হওয়াদের উপর ইসরায়েলি বাহিনীর গুলিতে ছয়জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ৬৬ জন আহত হয়েছেন।
যার ফলে ২৭এ মে হতে সাহায্য নিতে গিয়ে নিহত ফিলিস্তিনির মোট সংখ্যা ২ হাজার ৫৬৬ জনে এসে দাঁড়িয়েছে। একই সাথে ১৮ হাজার ৭৬৯ জনেরও বেশি আহত হয়েছেন বলে জানানো হয়।
উল্লেখ্যযোগ্য যে, গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু ও তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আরোপ করেন। গাজাজুড়ে যুদ্ধের কারণে ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যা মামলার মুখোমুখি হয়।
