সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ ভিডিওচিত্র ২

গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ৬০ জন , আহত হয়েছেন আরও ১৪২ জন।

২০২৩ সালের ৭ই অক্টোবর হতে ইসরাইলের অমানবিক হামলা চলমান।যার ফলস্বরূপ নিহত ও আহতের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।  

স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুসারে, গত দুই বছরের অভিযানে মোট ৬৫ হাজার ৫৪৯ জনেরও বেশি নিহত হয়েছেন এবং প্রায় ১ লাখ ৬৭ হাজার ৫১৮ জন আহত হয়েছেন।

তবে হামলায় হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা যাচ্ছে। কারণ ধ্বংসস্তূপের নিচে অনেকের মরদেহ এখনও চাপা পড়েছে এবং জরুরি লোকবল ও সরঞ্জামের অভাবে তাদের উদ্ধার করা এখনও সম্ভব হয়নি।

গত ২৭ মে হতে ইসরায়েলি সেনারা যুদ্ধবিধ্বস্ত গাজায় খাদ্য ও ত্রাণ নিতে যাওয়া ফিলিস্তিনিদের ওপরও নিয়মিত হামলা চালাচ্ছে। শুক্রবারও ত্রাণ নিতে গিয়ে নিহত হয়েছেন ৫ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন ৩৩ জন। 

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর