সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

যুদ্ধবিরতি চুক্তি চ্যুতি করে গাজায় একই পরিবারের প্রায় ১১ জন সদস্যকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। আট দিন পূর্বে কার্যকর হওয়া এই যুদ্ধবিরতির পরে এটিই সবচেয়ে ভয়াবহ চুক্তি লঙ্ঘনের একটি ঘটনা। গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, শুক্রবার সন্ধ্যার দিকে গাজাতে একটি গাড়িতে হামলা চালায় ইসরাইল।

শুক্রবার সন্ধ্যার দিকে গাজার জেইতুন পাড়ায় একটি বেসামরিক গাড়িকে উদ্দেশ্য করে ট্যাঙ্কের শেল নিক্ষেপ করে ইসরাইলি বাহিনী। গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল একটি বিবৃতিতে জানিয়েছেন, যখন পরিবারটি তাদের নিজ বাড়িতে পৌঁছানোর চেষ্টা করছিল, ঠিক তখনই ইসরাইলি বাহিনী তাদের গাড়ি লক্ষ্য করে এই হামলা চালায়। নিহতদের মাঝে সাত শিশু ও তিনজন নারী ছিলেন।

তিনি আরও বলেছেন ‘যে ঘটনা ঘটেছে তা নিশ্চিত করে যে দখলদাররা এখন অব্দি প্রাণঘাতী সংঘর্ষ চালাতে চায়।’

বিবৃতিতে বলা হয়েছে, জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিসের সাথে সমন্বয় করে এখন অব্দি নয়জনের লাশ উদ্ধার করা সম্ভব হয়।

হামাস এই হামলাকে ‘গণহত্যা’ হিসেবে আখ্যায়িত করে এর তীব্র নিন্দা জানিয়েছেন। তারা বলেছেন, কোনো প্রকার যুক্তি ছাড়াই পরিবারটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ও মধ্যস্থতাকারীদের নিকট যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার জন্য ইসরাইলকে চাপ দেয়ার আহ্বান জানিয়েছে হামাস।

স্বাধীনতার বার্ত / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর