সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা অনুযায়ী ইসরায়েলকে আরও আগেই অভিযান বন্ধ করা উচিত ছিল।

মঙ্গলবার (৭ অক্টোবর) দোহায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আল-আনসারি বলেন, ‘যুদ্ধবিরতি প্রসঙ্গে প্রশ্নটি প্রথমেই ইসরায়েলি দখলদার সরকারকে করা উচিত। সেখানে প্রধানমন্ত্রী যদি সত্যিই ট্রাম্পের পরিকল্পনার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হন, তবে ইসরায়েলকে ইতোমধ্যেই যুদ্ধ বন্ধ করা উচিত ছিল।’বর্তমানে মিসরের শার্ম আল শেখে ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনা নিয়ে হামাস ও ইসরায়েলের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে। এতে গাজায় যুদ্ধের অবসান ও যুদ্ধ-পরবর্তী শাসনব্যবস্থার রূপরেখা তৈরির বিষয়ে আলোচনা হচ্ছে।

গত শুক্রবার হামাস ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী বন্দি বিনিময় আলোচনায় সম্মত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ লিখেছিলেন, ‘ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধ করতে হবে, যাতে আমরা দ্রুত ও নিরাপদে বন্দিদের মুক্ত করতে পারি!’কাতারি মুখপাত্র আল-আনসারি মিসরের আলোচনার বিষয়ে সতর্ক অবস্থান নিয়ে বলেন, ‘আমি নিশ্চিত, সব পক্ষই একটি ঐকমত্যে পৌঁছাতে আগ্রহী। তবে এখনও অনেক বিষয় খোলাসা করতে হবে।’

হামাসের রাজনৈতিক দপ্তরের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের জবাবে তিনি জানান, ‘এখনই সেই বিষয়ে মন্তব্য করা আগাম হবে। তবে হামাসের সঙ্গে যোগাযোগের চ্যানেল যতদিন প্রয়োজন, ততদিন এটি থাকবে।’

উল্লেখ্য, কাতারের রাজধানী দোহায় হামাসের রাজনৈতিক দপ্তরটি যুক্তরাষ্ট্রের অনুমোদনেই স্থাপন করা হয়েছিল, যা দীর্ঘদিন ধরে গাজা সংকটের মধ্যস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

স্বাধীনতার বার্তা/ ইম

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর