সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ ভিডিওচিত্র ২

তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, গাজায় শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা সুনিশ্চিত করাই তার দেশের একমাত্র প্রধান লক্ষ্য। ইস্তাম্বুলের এক অনুষ্ঠানে তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবের প্রতি হামাসের প্রতিক্রিয়ার পরে এঅঞ্চলে স্থায়ী শান্তির জন্য সুযোগের দরজা খুলে গিয়েছি।

এরদোয়ান জানান, হামাস তাদের শান্তির ইচ্ছা আবারও দেখিয়েছে ও এখন তা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব সেটাকে কাজে লাগানো। তিনি আরও বলেন, ইসরাইলের অবরোধ ও হামলা বন্ধ করা এখন আবশ্যক ও শান্তির সম্ভাবনা যেন হারিয়ে না যায় তা নিশ্চিত করতে হবে।

এরদোয়ান বলেন, তুরস্ক ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র দ্বারা গাজায় মানবিক সহায়তা পাঠানোর চেষ্টা করে যাচ্ছে। এ নৌবহরে ইসরাইল হামলা চালিয়ে নৌযান জব্দ ও যাত্রীদের আটক করেছে, যা সম্পূর্ণ আন্তর্জাতিক আইন লঙ্ঘন।

তিনি বলেন, “গাজার শিশুদের মুখে হাসি আবার ফিরিয়ে আনাই আমাদের একমাত্র মানবিক দায়িত্ব, আর সেই লক্ষ্যে তুরস্ক কাজ করে যাবে।”

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর