সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

অবরুদ্ধ গাজাতে ধেয়ে আসছে ভয়াবহ একটি ঝড়। যার প্রভাবে বড় ধরনের বন্যা ও মানবিক বিপর্যয় ঘটতে পারে যুদ্ধবিধ্বস্ত এ শহরটিতে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার একটি প্রতিবেদন হতে এতথ্য জানা যায়। 

প্রতিবেদনে বলা হয়েছে, ঝড়ের জন্য ঝুঁকিতে আছেন দক্ষিণ গাজার ৯ লাখেরও অধিক বাস্তুচ্যুত ফিলিস্তিনি। ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকা অঞ্চলে ড্রেনেজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়ার ফলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, দক্ষিণ গাজার ৯ লাখেরও অধিক বাস্তুচ্যুত মানুষ তীব্র ঝড়ের জন্য ভয়াবহ বন্যার ঝুঁকিতে আছে বলে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সতর্ক করেছে স্থানীয় কর্তৃপক্ষ। ইসরায়েলের দুই বছরব্যাপী এক ভয়াবহ আগ্রাসনে ধ্বংসস্তূপে পরিণত হওয়া আর মানবিক সংকটে বিপর্যস্ত এ অঞ্চলে পরিস্থিতি আরও বেশি কঠিন হয়ে উঠছে।

ফিলিস্তিনি আবহাওয়া অধিদপ্তর শুক্রবার ও শনিবার উপত্যকা ও নিচু এলাকাতে হঠাৎ বন্যার আশঙ্কা করছে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর