সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

যুদ্ধবিরতির পরে বাড়িঘরে ফিরছেন ফিলিস্তিনিরা। কিন্ত দুই বছর ধরে চলা ইসরাইলি হামলায় গাজার উত্তরাঞ্চলের প্রায় পুরোটাই এখন ধ্বংসস্তুপে পরিণত হয়ে গেছে। এই অবস্থায় জাতিসংঘের একজন বিশেষজ্ঞ বলেছেন, ফিরে আসা বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের উদ্দেশ্যে অবিলম্বে তাঁবু ও অস্থায়ী আশ্রয়কেন্দ্র বা ক্যারাভান সরবরাহে ইসরাইলকে অনুমতি দিতে হবে।

আবাসনের অধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত বালকৃষ্ণান রাজাগোপাল বলেছেন, উত্তর গাজায় ইসরাইলি বাহিনী যেসব এলাকাগুলো হতে সরে এসেছে, সেখানে মানুষ ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই খুঁজে পাচ্ছে না বলে জানা যায়।

দুই বছরের সংঘাত বন্ধে যুদ্ধবিরতির অংশ হিসেবে শুক্রবারে ইসরাইলি বাহিনী প্রত্যাহার করে নেয়া হয়েছে। এরপর হতে হাজার হাজার ফিলিস্তিনি গাজার উত্তরে নিজেদের স্থানে ফিরে আসছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর হতে ইসরাইলের হামলায় গাজায় প্রায় ৬৭ হাজার ৭০০ জনেরও অধিক মানুষ নিহত হয়েছেন।

জাতিসংঘের হিসাব অনুসারে, যুদ্ধ শুরু হওয়ার পর হতে গাজার ৯২ শতাংশ আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত কিংবা ধ্বংস হয়ে গেছে। লাখ লাখ ফিলিস্তিনি তাঁবু ও অন্যান্য অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বসবাস করতে বাধ্য হয়েছেন।

গাজায় ইসরাইলের ধ্বংসযজ্ঞকে বর্ণনা করার সময় রাজাগোপাল ‘ডোমিসাইড’ শব্দটি ব্যবহার করেছেন। যার অর্থ হলো গণহারে মানুষের বসতবাড়ি ধ্বংস করে তাদেরকে বাস্তুচ্যুত করা।

তিনি আরও বলেন, পুনরুদ্ধার প্রক্রিয়াটি শেষ অব্দি প্রজন্মের পর প্রজন্ম লেগে যাবে।

১৯৪৮ সালে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার সময় ফিলিস্তিনিদের জাতিগত নির্মূলের কথা উল্লেখ করে বলেন, এটা যেন আরেকটি বিপর্যয়।

স্বাধীনতার বার্তা/ মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর