ট্রাম্প প্রস্তাব দিল গাজা যুদ্ধ বন্ধের
গাজা যুদ্ধ বন্ধের ২০ দফা পরিকল্পনা সমালোচনা করে দেখছে হামাস। সমালোচনার পর এই বিষয়ে সিদ্ধান্ত জানাবে ফিলিস্তিনের মুক্তিপ্রত্যাশী এই সংগঠনটি। ট্রাম্পের উপস্থাপন করা যুদ্ধবিরতি প্রস্তাব হামাসের নিকট পৌঁছে দেয় মিশর ও কাতার।
মিশর ও কাতারের বিচারকরা ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর নিকট মার্কিন প্রস্তাবটি পৌঁছে দিয়েছেন।
হামাস নিশ্চিত করেছে যে তারা প্রস্তাবটি ইতিবাচক এবং নিরপেক্ষভাবে পর্যালোচনা করছে।এরপূর্বে ওয়াশিংটনের স্থানীয় সময় সোমবার ট্রাম্প ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে গাজা যুদ্ধবিরতি পরিকল্পনার মূল বিষয়গুলো উপস্থাপন করেন।
প্রস্তাবটিতে ইসরাইলি জিম্মিদের মুক্তি ও হামাসের নিরস্ত্রীকরণ অন্তর্ভুক্ত রয়েছে।
অপরদিকে, ফিলিস্তিনের গাজায় সহিংসতা বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রদান করা ২০ দফা শান্তি পরিকল্পনায় সম্মতি দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী ।
নেতানিয়াহু বলেন, ‘যদি হামাস এই প্রস্তাবটি প্রত্যাখ্যান করে কিংবা গ্রহণ করে পরে পিছু হটে যায় তাহলে ইসরাইল একাই কাজটা শেষ করে দেবে। সহজ কিংবা কঠিন যেকোনো পথের মাধ্যমেই এটি করা হবে। প্রথমত সহজ পথকে প্রাধান্য দেবো, তবে এটাই করবো।’