সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ ভিডিওচিত্র ২

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় গত ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে অন্তত ৭২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে অনেকেই ছিলেন ক্ষুধার্ত ত্রাণপ্রার্থী ও বেসামরিক নাগরিক। 


গাজার বিভিন্ন স্থানে, বিশেষত গাজা সিটি, উত্তরাঞ্চল, রাফাহ ও খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে ইসরায়েলি বিমান ও আর্টিলারি হামলা চালানো হয়। নিহতদের মধ্যে অন্তত ৪৭ জন শুধু গাজা সিটি ও উত্তরাঞ্চলে মারা যান। খাদ্য সহায়তা নিতে যাওয়া পাঁচজন ফিলিস্তিনিও নিহত হন, যারা রাফার উত্তরে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)-এর ত্রাণ কেন্দ্রের কাছে অপেক্ষায় ছিলেন।

আল-আহলি হাসপাতালে আহতদের ভিড়ে চিকিৎসা ব্যবস্থা ধসে পড়েছে। পর্যাপ্ত শয্যা ও ওষুধের অভাবে অনেককে মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে। অস্ট্রেলিয়ার স্বেচ্ছাসেবী নার্স ক্রিস্টি ব্ল্যাক জানান, অপুষ্টিতে ভুগে শিশু ও নবজাতকের মৃত্যু বেড়ে গেছে। অনেক শিশুর শারীরিক বিকাশ ১০ বছর বয়সেও ২ বছরের মতো।

গাজায় ইসরায়েলি হামলা ও মানবিক সংকট দিন দিন ভয়াবহ হচ্ছে। আন্তর্জাতিক মিডিয়া ও মানবাধিকার সংগঠনগুলো এই সহিংসতা বন্ধের আহ্বান জানালেও যুদ্ধবিরতি আলোচনা এখনও অনিশ্চিত। আল-জাজিরা, প্রেস টিভি, স্কাই নিউজ-সহ বিভিন্ন মিডিয়া গাজায় "গণহত্যা ও মানবিক বিপর্যয়" বলে উল্লেখ করেছে। জাতিসংঘের তথ্যমতে, গাজার সম্পূর্ণ জনগোষ্ঠী এখন দুর্ভিক্ষের (IPC Level 4) মুখোমুখি।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর