সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ ভিডিওচিত্র ২

গাজা, ১৮ মে ২০২৫ (আল–জাজিরা, রয়টার্স):
গাজা উপত্যকায় ইসরায়েলের টানা বিমান হামলায় আজ রোববার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত অন্তত ১২৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছে বহু নারী ও শিশু। আল–জাজিরার গাজা-ভিত্তিক সূত্রগুলো এই তথ্য নিশ্চিত করেছে।

হামলা হয়েছে উত্তর, দক্ষিণ ও মধ্য গাজা—সব অঞ্চলেই। গাজার বিভিন্ন এলাকায় বোমা বর্ষণের ফলে বহু ভবন ধসে পড়েছে, ঘরবাড়ি পুড়ে গেছে এবং আহত হয়েছে অসংখ্য মানুষ।

আশ্রয়শিবিরেও রেহাই নেই

গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে আশ্রয় নেয়া বাস্তুচ্যুত পরিবারগুলোর একটি শিবিরে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে কমপক্ষে ২৪ জন ফিলিস্তিনি নিহত হন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ।
আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক, এবং আগুনে পুড়ে গেছে আশ্রয়শিবিরের একাধিক তাঁবু।

চিকিৎসাকর্মীদের ভাষ্য অনুযায়ী, নিহতদের মধ্যে রয়েছে নারী, শিশু এবং বৃদ্ধরাও

আলোচনা চললেও নেই অগ্রগতি

এমন এক সময়ে এই রক্তক্ষয়ী হামলা চালানো হলো, যখন কাতারের রাজধানী দোহায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে। তবে রয়টার্সকে আলোচনার সঙ্গে যুক্ত একাধিক সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি। উভয় পক্ষই নিজ নিজ অবস্থানে অনড় রয়েছে।

হামাসের প্রতিক্রিয়া ও ইসরায়েলের অবস্থান

হামাস এক বিবৃতিতে এসব হামলাকে “নতুন এক নৃশংস যুদ্ধাপরাধ” বলে উল্লেখ করেছে এবং এর জন্য যুক্তরাষ্ট্রকেই দায়ী করেছে।
অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া না জানালেও পূর্বের এক ঘোষণায় বলেছে, তারা গাজায় যুদ্ধের লক্ষ্য অর্জনের অংশ হিসেবে হামলা জোরদার করেছে

পটভূমি

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের এক আক্রমণে ইসরায়েলে প্রায় ১,২০০ জন নিহত হয় এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। এর প্রতিক্রিয়ায় ইসরায়েল গাজায় ব্যাপক হামলা শুরু করে, যা এখনো চলছে।
বর্তমানে হামাসের হাতে ৫৮ জন জিম্মি রয়েছে বলে জানিয়েছে তেল আবিব।

গত ১৮ মার্চ, দুই মাসের একটি যুদ্ধবিরতি ভেঙে গাজায় নতুন করে অভিযান শুরু করে ইসরায়েল। তারপর থেকে প্রায় প্রতিদিনই নতুন প্রাণহানির খবর আসছে।


তথ্যসূত্র:

  • Al Jazeera English – Gaza coverage

  • Reuters – Israel-Palestine conflict update

  • Gaza Health Ministry press releases

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর