গাজায় গণহত্যার জন্য দায়ী নেতানিয়াহু
তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন,ইসরাইল গাজায় হত্যাযজ্ঞ চালাচ্ছে আর এই গণহত্যা জন্য সরাসরি ইসরাইলি প্রধানমন্ত্রীকে তিনি দায়ী করেছেন । হামাসকে প্রতিরোধ গোষ্ঠী হিসেবে আখ্যায়িত করেন এরদোয়ান।
নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সংবাদমাধ্যম এসব কথা জানান এরদোয়ান। তিনি বলেন, ‘আমি একে গণহত্যা ছাড়া অন্য কোনোভাবে ব্যাখ্যা করতে পারব না এবং এই গণহত্যা নেতানিয়াহুর কারণেই ঘটছে। নেতানিয়াহুর নির্মমতার কারণে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে।
গাজায় আহতের সংখ্যা এক লাখ ২০ হাজারের বেশি। তিনি এই গণহত্যার সম্পূর্ণ বিরোধিতা করছেন।
তিনি আরও বলেন ‘এটি কোনো একতরফা অপরাধ হতে পারে না।
ইসরাইলকে অমানবিক হামলার জন্য অভিযুক্ত করে তিনি বলেন, ‘হামাসকে অস্ত্রের ক্ষেত্রে ইসরাইলের সাথে তুলনা করা যায় না। '
হামাসকে সন্ত্রাসী সংগঠন বলতে অগ্রাহ্য জানান । তিনি বলেন, ‘আমি হামাসকে প্রতিরোধ গোষ্ঠী বলে মনে করি।'
২০২৩ সালের অক্টোবর হতে গাজায় ইসরাইলের হামলায় প্রায় ৬৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানা যায়।