গাজায় ২৬ হাজার শিশু অপুষ্টির শিকার
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ২৬ হাজারের মতো শিশু অপুষ্টিতে ভুগছে। এর মধ্যে শুধু গাজা নগরীতে এই সংখ্যা ১০ হাজারের বেশি। এসব শিশুর জন্য জরুরি চিকিৎসা প্রয়োজন।
গত মঙ্গলবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন জাতিসংঘের শিশু তহবিলের (ইউনিসেফ) দক্ষিন গাজার আল-মাওয়াসি এলাকার মুখপাত্র টেস ইনগ্রাম। মঙ্গলবারই ইসরায়েলি সেনারা নগরীতে বড় ধরনের স্থল অভিজান শুরু করেছেন।
ইসরায়েলি সেনারা বলেছেন, দক্ষিন গাজার আল-মাওয়াসি এলাকায় আশ্রয় নেওয়া মানুষ খাদ্য, ওষুধ ও তাঁবু পাবেন। তবে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই আগ্রাসনে ঘোষিত ' মানবিক আশ্রয়' এলাকাগুলোতেও হামলা চালিয়ে আসছে ইসরায়েল। ইনগ্রাম বলেন, গাজায় সাত শতাধিক দিনের যুদ্ধে প্রায় পাঁচ লাখ শিশুকে এক নরক থেকে আরেক নরকে ঠেলে পাঠানো হয়েছে, যা অমানবিক।
জাতিসংঘের হিসাবে, গাজা নগরী ও আশেপাশের এলাকাগুলোতে ১০ লাখ মানুষের প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে গৃহহীন ও অপুষ্টিতে ভুগছে। এদের মধ্যে অধিকাংশই শিশু।