গাজার শাসনভার হস্তান্তর করতে প্রস্তুত হামাস
ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস জানায়, তারা গাজার প্রশাসনিক দায়িত্ব একটি স্বাধীন কমিটির নিকট হস্তান্তর করার জন্য প্রস্তুত। সেই সাথে ভবিষ্যতে এ ভূখণ্ডে কোনো রকম শাসনব্যবস্থার অংশ হতে চায় না তারা।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) একটি বিবৃতিতে হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেন, গাজার প্রশাসন তদারকি করতে স্বাধীন একটি কমিটি গঠনের অপেক্ষায় আছেন তারা।
তিনি বলেছেন, হামাস শাসনভার হস্তান্তর প্রক্রিয়া খুব সহজ করবে ও কমিটির কাজে সহায়তা করবে। তিনি জোর দিয়ে বলেছেন, হামাস উপত্যকা পরিচালনার জন্য যেকোনো প্রশাসনিক কাঠামোর বাইরে থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার এরূপ বক্তব্য ২০২৪ সালে মার্চ মাসে গাজাসংক্রান্ত জরুরি আরব শীর্ষ সম্মেলনে নেয়া সিদ্ধান্তের পটভূমিতে এলো। ওই সম্মেলনে ফিলিস্তিনিদের যেই কোনো রকমের জোরপূর্বক বাস্তুচ্যুতি প্রত্যাখ্যান করা হয়েছে।
এ পরিকল্পনাতে ছয় মাসের অন্তর্বর্তীকালীন সময়ে গাজা পরিচালনার জন্য একটি অস্থায়ী প্রশাসনিক কমিটি গঠনের কথা বলা হয়। এসংস্থাটি হবে স্বাধীন, এটি নিরপেক্ষ টেকনোক্র্যাটদের নিয়ে গঠিত হবে ও ফিলিস্তিন সরকারের অধীনে এটি কাজ করবে।
স্বাধীনতার বার্তা / মেবি
