সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ ভিডিওচিত্র ২

ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির কাছ হতে লাখ লাখ ইউরো অনৈতিক তহবিল নেওয়া সংক্রান্ত মামলায় আদালত তাকে এই সাজা দেন।

মামলাটি রাজনৈতিকভাবে পরিকল্পিত বলে দাবি করেছেন সারকোজি। কিন্ত প্যারিসের ফৌজদারি আদালত তাকে দুর্নীতি ও অবৈধ প্রচারণায় অর্থায়নসহ অন্যান্য সব অভিযোগ হতে খালাস দিয়েছে বলে জানা যায়।

২০০৭ সালের নির্বাচনী প্রচারণায় গাদ্দাফির তহবিল ব্যবহার করার অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে। রাষ্ট্রপক্ষ নিন্দা করেছে যে এর বিনিময়ে সারকোজি পশ্চিমা দেশগুলোর কাছে গাদ্দাফির খ্যাতি নষ্ট করতে সাহায্য করার অঙ্গীকার দিয়েছিলেন।

২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন ৭০ বছর বয়সী সারকোজি।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর