সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

সিডনির বন্ডাই বিচে ইহুদি ধর্মের হানুকা অনুষ্ঠান চলাকালীন সময়ে হয় হামলা। এই ঘটনার পরে হতেই আলোচনাতে ইহুদিবিদ্বেষ কিংবা অ্যান্টিসেমিটিজম ইস্যুটি। এরই মাঝে হামলাকারী হিসেবে উঠে এসেছে ২ জন মুসলিমের নাম। যার ফলে এ ইস্যুতে সরব হয়ে উঠেছে ইসরায়েল। এমনকি এই হামলার জন্য সরাসরি ফিলিস্তিনকে দায়ি করছে ইসরায়েলি প্রধানমন্ত্রী। নেতানিয়াহুর দাবি হচ্ছে, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ফলে ইহুদি বিদ্বেষ বেড়েছে অস্ট্রেলিয়াতে।  

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, তিন মাস পূর্বে আমি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে একটি চিঠি লিখেছিলাম। যেটাতে বলেছিলাম অস্ট্রেলিয়া সরকার যেই নীতিতে চলছে সেটি ইহুদি বিদ্বেষ উস্কে দিচ্ছে। আপনি ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছেন, এর মানেই হলো আপনি হামাসকে সহায়তা করছেন। 

এই সময় ফিলিস্তিন ও হামাসকে সন্ত্রাসবাদের কেন্দ্র হিসেবে আখ্যা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে অস্ট্রেলিয়া।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর