ফের থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে উত্তেজনা
ফের সংঘাত হয় থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতের বেলা দফায় দফায় গুলি বিনিময় করে দু'পক্ষ।
এছাড়াও নানা রকম বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। কৌশলগত আধিপত্য ধরে রাখার জন্য তৎপর উভয় দেশ। যুদ্ধবিরতি ভেঙেই চলমান আছে এই পাল্টাপাল্টি সংঘাত। আতঙ্কে ঘরবাড়ি ছেড়েছে আশেপাশের এলাকার বহু বাসিন্দারা।
একদিন পূর্বেই ব্যাংকক প্রশাসন জানায়, যুদ্ধবিরতি ফের কার্যকরে পুনরায় আলোচনাতে বসতে রাজি হয়েছে বিবদমান দেশ দু'টি।
গতকাল বুধবার (২৪ ডিসেম্বর) থাইল্যান্ডের চানথাবুরিতে বৈঠকও অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। গত জুলাইয়ে ৫ দিনের রক্তক্ষয়ী সংঘাতের পরে যুদ্ধবিরতি চুক্তি সই করে দু'দেশ। এখানে মধ্যস্থতা করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। চলতি মাসের শুরুতে ফের লড়াই শুরু হয়েছে দুই দেশের সীমান্তে। বেশ কিছু হতাহতের ঘটনাও হয়েছে।
স্বাধীনতার বার্তা / মেবি
