ফের থাই-কম্বোডিয়া সংঘাত
থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে চলমান সংঘর্ষ আজ (১০ ডিসেম্বর) তৃতীয় দিনে গড়িয়েছে। মঙ্গলবারও (৯ ডিসেম্বর) দু’পক্ষের সীমান্তে চলমান ছিল হামলা-পাল্টা হামলা।
কম্বোডিয়ার বহু স্থানে হামলার ভিডিও প্রকাশ করে থাই প্রশাসন। কম্বোডিয়ার দাবি হচ্ছে সীমান্ত সংঘাতে তাদের ৯ বেসামরিকের মৃত্যু হয়েছে। আরো ২০ জন আহত হয়েছেন।
এইদিকে পাল্টা হামলাতে থাইল্যান্ডের চার সেনা নিহত হয়, এই তথ্য নিশ্চিত করে দেশটি। আহতের সংখ্যা মোট ৬৮ জন।
এরই মাঝে সীমান্ত এলাকা হতে ৫ লাখের অধিক মানুষকে সরিয়ে নিয়েছে কম্বোডিয়া সরকার। অপরদিকে, সীমান্ত এলাকাতে প্রায় ৫শ'টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র তৈরি করে থাই প্রশাসন।
বার্তা সংস্থা এএফপি জানায়, থাইল্যান্ডের সীমান্তবর্তী নানা প্রদেশ হতে এখন পর্যন্ত লাখেরও অধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে একটি বিবৃতিতে জানায় থাই সরকার।
এইদিকে, বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, এশীয় দুই প্রতিবেশীর এ সংঘাত থামানোর জন্য তাদের নেতাদের সাথে ফোনে কথা বলবেন তিনি।
স্বাধীনতার বার্তা / মেবি
