ফের পাক-আফগান সীমান্তে গোলাগুলি
পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে পুনরায় গোলাগুলির ঘটনা ঘটে। এতে করে নিহত হয়েছে কমপক্ষে পাঁচজন। আন্তসীমান্ত সংঘর্ষের কারণে একে-অপরকে দায়ী করছে এই দুই দেশ। গত মাসে রক্তক্ষয়ী সংঘর্ষের পরে যুদ্ধবিরতি নিশ্চিত করার জন্য উভয় দেশের প্রতিনিধিদল তুরস্কে আলোচনাতে বসেছিল।
চলমান এ আলোচনা গত ১৯ অক্টোবর কাতারে হওয়া অস্ত্রবিরতি চুক্তিকে আনুষ্ঠানিকভাবে কার্যকর করার জন্য অনুষ্ঠিত হচ্ছে। এই সময়ের সংঘর্ষের জন্য উভয় দেশের সেনা সদস্যসহ বেসামরিক মানুষ নিহত হয়েছে ও শতাধিক আহত হয়েছে।
ইসলামাবাদ অভিযোগ করছে, কাবুল পাকিস্তান তালেবানের (টিটিপি) মতো গোষ্ঠীগুলোকে আশ্রয় দিচ্ছে। টিটিপির বিরুদ্ধে পাকিস্তানে হামলা চালানোর জন্য অভিযোগ আছে। আফগানিস্তানের তালেবান সরকার এ অভিযোগটি সম্পূর্ণ অস্বীকার করে আসছে।
বৃহস্পতিবারের হামলার সম্পর্কে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক জেলা হাসপাতালের এক কর্মকর্তা বলেছেন, ‘এই ঘটনাতে পাঁচজন মারা যান, যার মাঝে চারজনই নারী। এছাড়াও আহত হয়েছে আরও ছয়জন।’
স্বাধীনতার বার্তা / মেবি
