ফের গাজায় ইসরাইলি হামলা
যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী। সর্বশেষ বুধবার ইসরাইলি হামলায় অন্তত ২০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫০ জন। দক্ষিণ রাফাহ এলাকাতে গুলি বিনিময়ের পরে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নির্দেশে ব্যাপক হামলা চালায় দেশটির সেনাবাহিনী।
রাফাহ এলাকাতে গুলির বিনিময়ে এক ইসরাইলি সেনা আহত হন।
ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, উভয় পক্ষ হতে হামলার অভিযোগ সত্ত্বেও যুদ্ধবিরতি এখনো অব্যাহত আছে।
মঙ্গলবার কংগ্রেস হিলে সাংবাদিকদের বলেছেন ভ্যান্স, ‘ একটু ছোটখাটো সংঘর্ষ তো ঘটতেই পারে। আমরা জানি, হামাস অথবা গাজার কোনো একজন ইসরাইলি সেনাকে আক্রমণ করেছে আর ইসরাইল এটার জবাব দেবে-এটাই স্বাভাবিক। কিন্ত প্রেসিডেন্টের প্রচেষ্টাতে প্রতিষ্ঠিত শান্তি টিকে থাকবে বলে আমরা দৃঢ় বিশ্বাস করি।’
কিন্ত হামাস জানিয়েছে, রাফাহর ওই হামলার সাথে তাদের কোনো রকম সম্পৃক্ততা নেই।
স্বাধীনতার বার্তা/ মেবি
