সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

তীব্র ঘূর্ণিঝড় ‘ফাং-ওয়ং’ দ্রুত শক্তি সঞ্চয় করছে এবং এখন সুপার টাইফুনে রূপ নিয়েছে। যার প্রভাবে ফিলিপিন্সের পূর্ব ও উত্তরাঞ্চল হতে ইতোমধ্যেই এক লাখেরও অধিক মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। স্থানীয় সময় রবিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় ঘূর্ণিঝড়টি স্থলভাগে আঘাত হানতে পারে বলে ধারণা করছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদদের ভাষ্যমতে, টাইফুনটির কেন্দ্রের স্থায়ী বাতাসের বেগ প্রতি ঘণ্টায় অন্তত ১৮৫ কিলোমিটার ও দমকা হাওয়ার গতি পৌঁছেছে ২৩০ কিলোমিটার অব্দি। এই অবস্থাতে উপকূলীয় অঞ্চলে তীব্র বৃষ্টিপাত, জলোচ্ছ্বাস ও ঝড়ো হাওয়ার আশঙ্কা তৈরি হয়।

ফিলিপিন্সের নানা প্রদেশে ঘূর্ণিঝড় সতর্কতা ঘোষণা করা হয়। এর মাঝে লুজন দ্বীপের দক্ষিণ-পূর্বাঞ্চলে সর্বোচ্চ সতর্কতা সংকেত ৫ জারি করা হয়। রাজধানী ম্যানিলা ও আশেপাশের এলাকাগুলোতে তৃতীয় স্তরের সতর্কতা বহাল আছে।

আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়, টাইফুনটি রবিবার (৯ নভেম্বর) রাতের বেলাই মধ্য লুজনের অরোরা প্রদেশে স্থলভাগে আঘাত হানতে পারে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর