ইউরোপের সাথে বৃদ্ধি পাচ্ছে আফগানিস্তানের বাণিজ্য
ইউরোপের দেশগুলোতে বৃদ্ধি পাচ্ছে আফগানিস্তানের রপ্তানি বাণিজ্য। আফগান শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় উভয় পক্ষের বাণিজ্যের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
দেশটির শ্রম ও বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আখুনজাদা আব্দুল সালাম জাওয়াদ বলেছেন, ২০২৫ সালের প্রথম আট মাসে আফগানিস্তান প্রায় ১৭ মিলিয়ন ডলারের সমপরিমাণ রপ্তানি করেছে ইউরোপের বিভিন্ন দেশে। যার বিপরীতে ইউরোপের বিভিন্ন দেশ হতে আমদানির পরিমাণ ছিল ১৪৩ মিলিয়ন ডলার। এসব দেশগুলোর মাঝে রয়েছে জার্মানি, সুইডেন, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন ও যুক্তরাজ্যসহ আরো বহু দেশ।
আফগান চেম্বার অব কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্টের মুখপাত্র জান আকা নাভিদ বলেছেন, ইউরোপের বাজারে আফগানিস্তানের পণ্যের ব্যাপক চাহিদা আছে। সৌভাগ্যক্রমে, ইউরোপের দেশগুলোর সঙ্গে আমাদের রপ্তানি কার্যক্রম চালু আছে। চ্যালেঞ্জ থাকবে কিন্ত আফগানিস্তানের প্রয়োজন ইউরোপীয় ইউনিয়নে রাষ্ট্রগুলোর যাওয়া পথের দেশগুলোর সঙ্গে দ্বি-পাক্ষিক চুক্তি করা। বিশেষত লাপিস লাজুলি করিডোরের দেশগুলোর সঙ্গে।অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, আফগানিস্তানের ভৌগোলিক অবস্থান ও কৃষি, হস্তশিল্প, তাজা ও শুকনো ফল উৎপাদনের অপার সম্ভাবনা ও এমনকি খনিজের কারণে ইউরোপের দেশগুলোকে রপ্তানির প্রধান গন্তব্যস্থল হিসেবে নির্বাচিত করেছে।
স্বাধীনতার বার্তা / মেবি
