কূটনৈতিক পথই শ্রেষ্ঠ সমাধান, বললেন কূটনৈতিক পথই শ্রেষ্ঠ সমাধান, বললেন ইইউ প্রধান
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বলেছেন, প্রশ্নাতীতভাবে, ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়। তিনি এ মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক টেলিফোন আলাপে।
উরসুলা জানান, রোববার ইরান-ইসরায়েল উত্তেজনা নিয়ে আলাপের সময় দুজনেই একমত হয়েছেন যে বর্তমান পরিস্থিতিতে কূটনৈতিক আলোচনা সবচেয়ে ভালো সমাধান হতে পারে। তবে নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে তিনি অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানাননি।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট বর্তমানে ধনী দেশগুলোর জোট জি-৭-এর শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য কানাডায় অবস্থান করছেন। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইউক্রেনে রাশিয়ার চলমান আগ্রাসনের পাশাপাশি ইসরায়েল ও ইরানের মধ্যকার সংঘাতের বিষয়টিও সম্মেলনের আলোচনায় গুরুত্ব পাবে।
এর আগে উরসুলা ভন ডার লিয়েন ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি কর্মকাণ্ডের সমালোচনা করেছিলেন। কিন্তু এবার তিনি বলেন, ইরানের জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার (IAEA) সঙ্গে অসহযোগিতা প্রমাণ করে যে, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে।
বিবিসি