এটা শান্তি চুক্তি নাকি ট্রাম্পের নতুন নাটক
গাজায় যুদ্ধ থামাতে নতুন শান্তি চুক্তি ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে এই প্রস্তাব মূলত হামাসের প্রতি এক ধরনের আলটিমেটাম হিসেবে এসেছে।
হোয়াইট হাউসে নেতানিয়াহুর পাশে দাঁড়িয়ে ট্রাম্প বলেনঃ যদি হামাস প্রস্তাবিত যুদ্ধবিরতি মেনে না নেয় তবে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে পূর্ণ সমর্থন দিয়ে হামাসকে শেষ করে দেওয়ার সুযোগ দেবে।
এই পরিকল্পনা অনুযায়ী গাজার পুনর্গঠন কার্যক্রম তদারকি করার জন্য একটি বিশেষ বোর্ড গঠন করা হবে। সেখানে অস্থায়ী চেয়ারম্যান হিসেবে থাকবেন ট্রাম্প নিজেই।
নেতানিয়াহু হামাসের উপর যে সকল শর্ত রাখে
অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা করা হবে
৭২ ঘণ্টার মধ্যে সব বন্দি (জীবিত ও মৃত) ফেরত দিতে হবে হামাসকে
তাহলে এর বিনিময়ে ইসরায়েল মুক্তি দেবে ২৫০ জন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ও ১,৭০০ গাজাবাসীকে
অস্ত্র সমর্পণ করলে হামাস সদস্যদের সাধারণ ক্ষমা
গাজা শাসনে ভবিষ্যতে হামাসের কোনো ভূমিকা থাকবে না
সেনা ধাপে ধাপে প্রত্যাহার করলেও গাজার ভেতরে দীর্ঘমেয়াদে নিরাপত্তা অঞ্চল বজায় রাখবে ইসরায়েল
প্রস্তাবে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে কোনো স্পষ্ট প্রতিশ্রুতি নেই। কেবল উল্লেখ করা হয়েছে, গাজা পুনর্গঠন শেষে ও ফিলিস্তিনি কর্তৃপক্ষ সংস্কার করলে রাষ্ট্র গঠনের পথ খুলতে পারে।
হামাস ইতিমধ্যেই জানিয়েছে, তারা ক্ষমতা ত্যাগ ও নিরস্ত্রীকরণ মেনে নেবে না। জ্যেষ্ঠ নেতা তাহের আল-নুনু বলেন, এই পরিকল্পনা নিয়ে আমাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি।