রাজনীতিতে তৃতীয় দল আসা মানেই হাস্যকর: ডোনাল্ড ট্রাম্প
গতকাল রোববার মার্কিন প্রেসিডেন্ট উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের সঙ্গে আলোচনার সময় ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, রাজনীতিতে তৃতীয় কোনো দল গড়া একেবারেই হাস্যকর। ’ট্রাম্প বলেন, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে দ্বি-দলীয় রাজনীতিই চলে আসছে। আর তৃতীয় কোনো দল তৈরি হলে তা শুধু বিভ্রান্তিই বাড়াবে।
ডোনাল্ড ট্রাম্প ইলন মাস্কের রাজনৈতিক দল গঠনের পরিকল্পনার প্রচন্ড সমালোচনা করেন।ট্রাম্প গত শুক্রবার ‘বিগ বিউটিফুল বিল` নামে পরিচিতির করছাড় ও ব্যয় বৃদ্ধির বিল কে আইনে পরিণত করেন। এরপর শনিবার মাস্ক নতুন রাজনৈতিক দল গঠন করার ঘোষণা দেন। গতকাল ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেন, মাস্ককে পুরোপুরি পথহারা হতে দেখে সত্যিই দুঃখ লাগছে।