সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ ভিডিওচিত্র ২

আরবের সঙ্গে মিল রেখে ৬ই জুন ঈদুল আজহা উদযাপিত হয় কিরগিজস্তানে। বিসকেক শহরে প্রবাসী বাংলাদেশি মুসলিম মেডিকেল শিক্ষার্থীরা ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করেন পবিত্র ঈদ।

এই দেশের ধর্মপ্রাণ মুসলমানরা ঈদের আগের দিন আরাফার রোজাকে বিশেষ গুরুত্বের সঙ্গে পালন করেন। একইভাবে, বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ অন্যান্য দেশের মুসলিম শিক্ষার্থীরাও রোজা রাখেন যথাযথ শ্রদ্ধা ও নিষ্ঠায়।

ঈদের সকালে বিসকেকের বিভিন্ন মসজিদে ঈদের নামাজে উপচে পড়া ভিড় দেখা যায়। কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটির মেডিকেল স্টুডেন্টরা দলবদ্ধভাবে ডেঞ্জিয়া পিং এভিনিউ-তে ঈদের জামাতে অংশ নেন।

ঈদের আনন্দ ভাগাভাগি করতে আয়োজন করা হয় কোরবানি ও সম্মিলিত ভোজ। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা ডা. নাজমুল হাসান নিজ উদ্যোগে দুটি ছাগল কোরবানি করে বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের মুসলিম শিক্ষার্থীদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করেন।

এছাড়া মেডিসিন বিভাগের কক্সবাজারের ছাত্র জাহিদুল ইসলাম একটি ছাগল কোরবানি করে রাতে সব বাংলাদেশি শিক্ষার্থী ও মেডিকেল ফ্যাকাল্টির শিক্ষকদের নিয়ে আয়োজন করেন এক জমকালো নৈশভোজ।

বিদেশের মাটিতে এই ধরনের উদযাপন প্রবাসী শিক্ষার্থীদের মনে এনে দেয় দেশের ঈদের ঘ্রাণ ও ভালোবাসা।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর