এবার গ্রেফতার হলো নোবেল জয়ী নার্গিস মোহাম্মদি
২০২৩ সালের নোবেল শান্তি পুরস্কার জয়ী ইরানি মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদিকে শুক্রবার (১২ ডিসেম্বর) মারধর করার পরে গ্রেফতার করে ইরানের নিরাপত্তা বাহিনী।
মৃত মানবাধিকার আইনজীবী খসরো আলিকোর্দির স্মরণসভা হতে তাকে আটক করা হয়েছে বলে জানা তার সমর্থকরা। গত সপ্তাহে মোহাম্মদির কার্যালয়ে এ আইনজীবীকে মৃত অবস্থাতে পাওয়া গিয়েছিল।
মাশহাদ শহরে তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য উপস্থিত ছিলেন মোহাম্মাদি। সেখানেই তাকেসহ নানা মানবাধিকার কর্মীদেরকে আটক করা হয় বলে নিশ্চিত করে জানায় তার ভাই ও নার্গিস ফাউন্ডেশন।
নার্গিস ফাউন্ডেশন নার্গিস মোহাম্মদিসহ তার সাথে গ্রেপ্তার হওয়া নানা মানবাধিকার কর্মীদের অবিলম্বে মুক্তির আহ্বান জানিয়েছে। কিন্তু ইরান কর্তৃপক্ষ এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।
নার্গিস মোহাম্মদি ২০২৩ সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। ইরানে নারীদের উপর নিপীড়নের বিরুদ্ধে তার কাজ ও মানবাধিকার সমুন্নত রাখাতে অবদানের জন্য তাকে এ পুরস্কার দেওয়া হয়েছিল।
স্বাধীনতার বার্তা / মেবি
