সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

এবার আফগানিস্তানের উপ-রাষ্ট্রদূতকে তলব করছে পাকিস্তান। সাম্প্রতিক উত্তর ওয়াজিরিস্তানে পাকিস্তানের সামরিক ঘাঁটিতে সন্ত্রাসী হামলাতে চার সেনা নিহত হওয়ার প্রেক্ষিতে উপ-রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে এইকথা জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘উত্তর ওয়াজিরিস্তান জেলাতে পাকিস্তানি সামরিক ঘাঁটিতে খারিজি গুল বাহাদুর গ্রুপের হামলার তীব্র নিন্দা জানায় পাকিস্তান। হামলাতে চার পাকিস্তানি সেনা নিহত হয়েছে। দৃঢ় প্রতিবাদ জানানোর জন্য, আফগান ডেপুটি হেড অব মিশনকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়।’

রাজনৈতিক বিশ্লেষক মঈন গুল সামকানি বলেছেন, ‘আফগানিস্তানের উচিত হচ্ছে পাকিস্তানের রাষ্ট্রদূতকে তলব করে প্রতিক্রিয়া জানানো, যেমন পাকিস্তান করে।’

এখনো অবধি আফগানিস্তান রাষ্ট্রদূত এই তলবের কোনো রকম প্রতিক্রিয়া জানায়নি। কিন্ত বারবার আশ্বস্ত করা হয় যে আফগান ভূখণ্ড কোনো দেশের বিরুদ্ধে, বিশেষ করে পাকিস্তানের বিরুদ্ধে কখনো ব্যবহার করা হবে না।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর