সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ ভিডিওচিত্র ২

গাজায় হামলা চলমান রাখায় ইসরাইলি প্রেসিডেন্ট নেতানিয়াহু সরকারের প্রবল সমালোচনা করেছেন ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি বলেছেন, গাজার বেসামরিক নাগরিক এবং জিম্মিদের ভাগ্য নেতানিয়াহুর হাতে ছেড়ে দেয়া উচিত নয়।

বুধবার ফ্রান্স২৪কে দেয়া এক সাক্ষাতকারে ম্যাক্রোঁ বলেন, ‘ফিলিস্তিনি ও ইসরাইলি বন্দিদের ভাগ্য ইসরাইলের হাতে ছেড়ে দেওয়া উচিত হবে না, যাদের কাছে জিম্মিদের মুক্তি প্রাধান্য নয়। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থান করছেন ম্যাক্রোঁ।

তিনি আরও বলেন, ‘জিম্মিদের মুক্তি নেতানিয়াহুর প্রথম প্রাধান্য নয়। যদি সেটাই হতো তাহলে তিনি গাজা দখলের অভিযান প্রবল করতেন না এবং কাতারের আলোচকদের আক্রমণও করতেন না।’

ম্যাক্রোঁ জোর দিয়ে জানান, যুদ্ধে সাধারণ মানুষ নিহত হয়, হামাস ধ্বংস হয় না। ইসরাইলের বারবার হামলা করার সত্ত্বেও হামাস লড়াই করতে সক্ষম।

তিনি গাজায় যুদ্ধবিরতির জন্য ফ্রান্সের আহ্বান পুনরুক্তি করে বলেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার উদ্দেশ্য হলো শান্তি প্রক্রিয়া নবজাগ্রত করা।

ম্যাক্রোঁর মতে, ইসরাইলকে চাপ প্রয়োগ করতে পারে একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র। যুদ্ধ বন্ধ করতে ইসরাইলকে চাপ দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি এবং বলেছেন, এটি অকার্যকর হলে, ইইউ দেশগুলোকে নিষেধাজ্ঞার কথা পর্যালোচনা করতে হবে।

ম্যাক্রোঁ বলেন, পশ্চিম তীরকে যুক্ত করার জন্য ইসরাইলের যেকোনো পদক্ষেপ ফ্রান্সের জন্য ‘রেড লাইন’ অতিবাহিত করবে এবং সতর্ক করে দেন যে জেরুজালেমে ফরাসি দূতাবাসের শাখা বন্ধ করা একটি মারাত্মক ভুল হবে।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর