গাজায় চিকিৎসকদের প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল
গাজার আল শিফা হাসপাতালের সাবেক প্লাস্টিক সার্জারি প্রধান ডা. আহমেদ মোখাল্লাতি জানিয়েছেন, যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় চিকিৎসা চাহিদা বিপুল, কিন্তু চিকিৎসক ও জরুরি সহায়তার প্রবেশ এখনো বাধাগ্রস্ত।তিনি আল জাজিরাকে বলেন, ‘এই মুহূর্তটা অত্যন্ত সংকটজনক।
যুদ্ধবিরতির আওয়াজের মধ্যেও বাস্তবতা বদলায়নি। এখনো দুর্ভিক্ষ চলছে।
বিদ্যুৎ নেই, পানি নেই, পেট্রোল নেই, খাদ্য ও ওষুধ সরবরাহ নেই।’
মোখাল্লাতি আরও বলেন, ‘যুদ্ধবিরতি চললেও ইসরায়েল এখনো সীমান্ত নিয়ন্ত্রণ করছে এবং গাজায় প্রবেশের অনুমতি খুবই সীমিত। অধিকাংশ চিকিৎসককে অনুমতি দেওয়া হয়নি
তিনি জানান, গাজায় জন্মগত রোগ, হৃদরোগ, ডায়াবেটিস এবং ক্যান্সারে আক্রান্ত রোগীরা দুই বছরেরও বেশি সময় ধরে চিকিৎসা পাচ্ছেন না।
এর ফলে অনেকেই মারা গেছেন।তিনি আরও জানান, ‘এখন আমাদের সামনে হাজার হাজার অসুস্থ মানুষ, যাদের তাৎক্ষণিক চিকিৎসার প্রয়োজন। এর সঙ্গে যোগ হয়েছে আরও ১৫,০০০ থেকে ২০,০০০ রোগী। তাদের গাজা থেকে সরিয়ে নেওয়া প্রয়োজন। কারণ এখানকার ভেঙে পড়া স্বাস্থ্যব্যবস্থা তাদের সেবা দিতে সম্পূর্ণ অক্ষম।’
স্বাধীনতার বার্তা/ ইম
