দিল্লির বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটি
ভারতের দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেমে কারিগরি ত্রুটির জন্য বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এর ফলে বিলম্বিত হয়েছে শতাধিক ফ্লাইট। অতিদ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বিমান কর্তৃপক্ষ।
শুক্রবার (৭ নভেম্বর) সকালে এ কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। ফ্লাইট চলাচল স্বাভাবিক হওয়ার খবর জানার জন্য বিমান সংস্থাগুলোর সাথে যোগাযোগ রাখার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
অনাকাঙ্খিত এই অসুবিধার জন্য যাত্রীদের নিকট দুঃখ প্রকাশ করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।বিশৃঙ্খল পরিস্থিতিতে যাত্রীদের জন্য প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েজে, ‘এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) সিস্টেমে প্রযুক্তিগত ত্রুটির জন্য ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট পরিচালনাতে দেরি হচ্ছে। ডায়াল (দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড)সহ সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে মিলে দ্রুত সমস্যাটি সমাধানের চেষ্টা চলমান আছে।’
ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ (এএআই) জানায়, স্বয়ংক্রিয় বার্তা বিনিময় ব্যবস্থা অথবা অটোমেটিক মেসেজ সুইচিং সিস্টেম (এএমএসএস)-এই ত্রুটির জন্যই এ ব্যাঘাত ঘটে। এ সিস্টেমটি এয়ার ট্রাফিক কন্ট্রোল ডেটা পরিচালনাতে বেশ সহায়তা করে।
স্বাধীনতার বার্তা / মেবি
